Header Ads Widget

হাইপারলিংক ও এ্যাকশন । পাওয়ার পয়েন্ট ২০০৭ বাংলা টিউটোরিয়াল – পর্ব ২০


 পাওয়ার পয়েন্টের চমৎপ্রদ দুটি টুল হলো Hyperlink Action বাটন। এ হাইপারলিংক ও এ্যাকশন টুলগুলো দ্বারা কোন ওয়েবপেজ, ই-মেইল এড্রেস, ফাইল, একই ও ভিন্ন প্রেজেনটেশনের স্লাইডের সাথে লিংক করা যায়।

এ অধ্যায়ে টেক্সট এবং অবজেক্ট ব্যবহার করে লিংক তৈরি করাসহ কিভাবে একশন বাটন যুক্ত করা যায় তার বিশদ আলোচনা করা হয়েছে।

Table of Contents

·      ওয়েবপেজের সাথে লিংক স্থাপন করা

·      হাইপারলিংক দেখা

·      একই প্রেজেনটেশনের অন্য স্লাইডের সাথে লিংক স্থাপন করা

·      ভিন্ন প্রেজেনটেশনের স্লাইডের সাথে লিংক স্থাপন করা

·      -মেইল এড্রেসের সাথে লিংক স্থাপন করা

·      হাইপার লিংক এডিট কিংবা মুছে ফেলা

·      সকল স্লাইডের জন্য এ্যাকশন বাটন যুক্ত করা

·      এ্যাকশন বাটন এডিট করা




Post a Comment

0 Comments