Header Ads Widget

স্লাইড মাস্টার এর ব্যবহার । পাওয়ার পয়েন্ট ২০০৭ বাংলা টিউটোরিয়াল – পর্ব ১৭

 মাস্টার স্লাইড ব্যবহার করে সকল স্লাইডে একই ধরণের পরিবর্তন কিংবা কোন নির্দিষ্ট স্লাইডে পরিবর্তন করা খুবই সহজ। ধরুন, পাওয়ার পয়েন্টের একটি থিম আপনার পছন্দ হয়েছে কিন্তু থিমের নির্দিষ্ট কোন ডিজাইন (যেমন: বুলেট ও নাম্বারিং) পরিবর্তন করতে চান। এজন্য স্লাইড মাস্টার ব্যবহার করে কাজটি সহজে সমাধা করতে পারেন। এ অধ্যায়ে কীভাবে Slide Master View ব্যবহার করে স্লাইড মাস্টার ও সার্পোটিং লেআউট টেক্সট ও অবজেক্ট পরিবর্তন করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।


Table of Contents

·      স্লাইড মাস্টার ভিউ করা

·      স্লাইড মাস্টার ভিউ এর ধারণা

·      থিমের সকল স্লাইডের ফন্ট পরিবর্তন করা

·      সকল স্লাইডের ফন্ট কালার ও এ্যালাইনমেন্ট পরিবর্তন করা

·      সকল স্লাইডে ছবি সংযোজন করা

·      নির্দিষ্ট সকল লেআউটের স্লাইডের কালার/ফরমেটিং মডিফাই করা

·      নির্দিষ্ট সকল লেআউটের স্লাইডে লাইন যুক্ত করা

Post a Comment

0 Comments