ইন্ডেন্টেশন ও লাইন স্পেসিং পাওয়ার
পয়েন্টের দুটি গুরুত্বপূর্ণ কমান্ড যার দ্বারা প্রেজেনটেশনের তথ্যকে গুরুত্ব
অনুসারে ব্যবস্থপনা করা যায়। এ কমান্ড দক্ষতার সাথে প্রয়োগ করতে পারলে প্রোফেশনাল
মানের প্রেজেনটেশন তৈরিতে সহায়ক হয়ে থাকে। এ অধ্যায়ে কিভাবে বুলেটযুক্ত তালিকা
ইন্ডেন্টেশন, রুলার ব্যবহার করে
ইন্ডেন্টেশন পরিবর্তন এবং লাইন স্পেসিং পরিবর্তন করা যায় সে বিষয়ে আলোকপাত করা
হয়েছে।
Table
of Contents
·
ইনডেন্ট লেভেল লিস্ট Decrease করা
·
বুলেট চিহ্নের পজিশন
পরিবর্তন করা
·
বুলেট এবং লেখা
উভয়ের পজিশন পরিবর্তন করা
·
Indentation এর আরো কিছু কমান্ড
·
ডিফল্ট অপশন ব্যবহার করে লাইন স্পেসিং পরিবর্তন করা
0 Comments