প্রেজেনটেশন তৈরিতে ব্যবহৃত স্লাইডসমূহ যখন একটির পর আরেকটি প্রদর্শিত হয়, তখন এফেক্ট প্রয়োগ করতে ট্রানজিশন ব্যবহার করা হয়। ট্রানজিশন এফেক্ট এনিমেশন এফেক্ট হতে ভিন্ন। পাওয়ার পয়েন্টে এনিমেশন শব্দটি স্লাইডে টেক্সট ও অবজেক্ট এর মুভমেন্টকে বুঝায়। কিন্তু ট্রানিজিশন শব্দটি, এক স্লাইড হতে অন্য স্লাইড পরিবর্তনের সময় এফেক্টকে বুঝায়।
এ অধ্যায়ে ট্রানজিশন ইফেক্ট প্রয়োগ
এবং কাস্টমাইজ সম্পর্কে বিস্তারিত বর্ণিত হয়েছে।
Table
of Contents
·
একটি স্লাইডে
ট্রানজিশন প্রয়োগ করা
·
সকল স্লাইডে ট্রানজিশন
প্রয়োগ করা
·
স্লাইড
ট্রানজিশনের স্পিড নির্ধারণ করা
·
স্লাইড
ট্রানজিশনের সাউন্ড নির্ধারণ করা
· স্লাইড ট্রানজিশনের এফেক্ট বাতিল করা
· পরবর্তী স্লাইডে যাওয়ার পদ্ধতি
· স্লাইড প্রদর্শনের জন্য সময় নির্ধারণ করা
0 Comments