Header Ads Widget

স্লাইডে ট্রানজিশন দেয়া । পাওয়ার পয়েন্ট ২০০৭ বাংলা টিউটোরিয়াল – পর্ব ১৬

প্রেজেনটেশন তৈরিতে ব্যবহৃত স্লাইডসমূহ যখন একটির পর আরেকটি প্রদর্শিত হয়, তখন এফেক্ট প্রয়োগ করতে ট্রানজিশন ব্যবহার করা হয়। ট্রানজিশন এফেক্ট এনিমেশন এফেক্ট হতে ভিন্ন। পাওয়ার পয়েন্টে এনিমেশন শব্দটি স্লাইডে টেক্সট ও অবজেক্ট এর মুভমেন্টকে বুঝায়। কিন্তু ট্রানিজিশন শব্দটি, এক স্লাইড হতে অন্য স্লাইড পরিবর্তনের সময় এফেক্টকে বুঝায়।


এ অধ্যায়ে ট্রানজিশন ইফেক্ট প্রয়োগ এবং কাস্টমাইজ সম্পর্কে বিস্তারিত বর্ণিত হয়েছে।

Table of Contents

·      একটি স্লাইডে ট্রানজিশন প্রয়োগ করা

·      সকল স্লাইডে ট্রানজিশন প্রয়োগ করা

·      স্লাইড ট্রানজিশনের স্পিড নির্ধারণ করা

·      স্লাইড ট্রানজিশনের সাউন্ড নির্ধারণ করা

·      স্লাইড ট্রানজিশনের এফেক্ট বাতিল করা

·      পরবর্তী স্লাইডে যাওয়ার পদ্ধতি

·      স্লাইড প্রদর্শনের জন্য সময় নির্ধারণ করা


Post a Comment

0 Comments